Site icon পর্যটন বিচিত্রা

ইরানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন কমপ্লেক্সের উদ্বোধন

গোহর পার্ক

পর্যটন বিচিত্রা ডেস্ক

৩ লাখ ৮০ হাজার বর্গমিটার বিস্তৃত অত্যাধুনিক এই কমপ্লেক্সে রয়েছে একটি বিশাল কৃত্রিম হ্রদ, ৯২ হাজার বর্গমিটারের একটি পানি উদ্যান, একটি অভ্যন্তরীণ বিনোদন পার্ক, বিলাসবহুল থাকার ব্যবস্থা, বিভিন্ন ক্রীড়া সুবিধা এবং একটি চিড়িয়াখানা।

গত ৮ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া ৩ ট্রিলিয়ন তোমান বিনিয়োগে নির্মিত গোহর পার্ক দক্ষিণ ইরানের একটি প্রধান পর্যটন ও অবসর কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

Exit mobile version