বাংলাদেশে যতগুলো ফল উৎপন্ন হয় স্বাদ, গন্ধ ও উৎপাদনের দিক থেকে আমের অবস্থান শীর্ষে। আমের নানাবিধ ব্যবহার ও পুষ্টিমানের জন্য একটি আদর্শ ফল হিসেবে বিবেচিত। এজন্য একে ফলের রাজা বলা হয়। বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৮ লক্ষ মেট্রিক টন আম উৎপাদিত হয়।
এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ২ লক্ষ মেট্রিক টন উৎপাদিত হয়। এ কারণেই চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী এবং এই জেলার প্রধান অর্থকরী ফসল আম। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন জাতের আম পাওয়া যায়। এদের মধ্যে সবচেয়ে আগে ওঠে গোপালভোগ। তারপর আসে হিমসাগর বা ক্ষিরসাপাত আম।
এরপর ল্যাংড়া এবং একের পর এক উঠতে থাকে ক্ষিরভোগ, মোহনভোগ, রাজভোগ, রানিভোগ, রানিপছন্দ, সিন্দুরা, সুবর্ণরেখা, নাক ফজলি, ফজলি, চিনি ফজলি, সুরমাই ফজলি, চিনি মিসরি, জগৎমোহিনী, রাখালভোগ, গোবিন্দভোগ, তোতাপুরী, চম্পা, সূর্যপুরী, লক্ষ্মণভোগ, কিষানভোগ, আশ্বিনা, ভাদুরিগুঁটি, ক্ষিরমণ, দুধসর, আম্রপালি, মল্লিকা, রাজলক্ষ্মী, দুধকুমারী ইত্যাদি নানা আকৃতি ও নানান স্বাদের আম।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় রয়েছে অনেক আমের বাজার। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা নদীর ধারে পুরাতন বাজার, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এবং শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার অন্যতম। কানসাট হচ্ছে জেলার সবচেয়ে বড় আমের বাজার। এখানে রয়েছে ছোট-বড় প্রায় ২৫০টি আমের আড়ত। পর্যটকগণ মে থেকে জুলাই মাস এ এলাকা ভ্রমণ করতে আসলে আমের স্বাদ গ্রহণ করতে পারবেন।