পর্যটন বিচিত্রা প্রতিবেদন
তেঁতুল গাছ এর উচ্চতা প্রায় পৌনে দুইশ ফুট এবং দশ কাঠা (১৬.৫ শতক) স্থান জুড়ে এর ব্যাপ্তি। গাছটিকে ঘিরে নানান কল্পকথা ছড়িয়ে থাকায় প্রতিদিন অনেক দর্শনার্থী প্রাচীন এই গাছটি দেখতে আসেন।
ফলে স্থানটি পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা এ গাছের নিচে পূজা অর্চনা করে। জনশ্রুতি মতে, অতীতে সুবলা গ্রামে কুঞ্জ মোহন মিত্র নামে একজন জমিদারের বসতভিটা ছিল। সেকালে প্রতি বৈশাখ মাসে গাছটিকে ঘিরে ৫ দিনব্যাপী মেলা বসত।