Site icon পর্যটন বিচিত্রা

রাজা কংস নারায়ণের মন্দির বা তাহেরপুর দুর্গা মন্দির

রাজা কংস নারায়ণের মন্দির বা তাহেরপুর দুর্গা মন্দির

পর্যটন বিচিত্রা ডেস্ক

তাহেরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর মধ্যে অন্যতম এবং এই বংশের অন্যতম শ্রেষ্ঠ সামন্ত রাজা ছিলেন ইতিহাসখ্যাত কংস নারায়ণ রায়। রাজা কংস নারায়ণ রায় বাহাদুর ১৪৮০ খ্রিষ্টাব্দে (৮৮৭ বঙ্গাব্দ) এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন।

কথিত আছে, অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংস নারায়ণ সাড়ে আট লাখ টাকা ব্যয়ে বারনই নদীর পূর্ব তীরে রামরামা গ্রামের দুর্গা মন্দিরে আধুনিক শারদীয় দুর্গাপূজার প্রবর্তন করেন। বলা হয়, এরপর থেকে এ উপমহাদেশে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসবের শুরু হয়। রাজা কংস নারায়ণ মোঘল আমলে কিছুকাল বাংলা-বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ‘রাজা’ উপাধি পান। একপর্যায়ে রাজবাড়ির এই মন্দিরটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়।

Exit mobile version