Site icon পর্যটন বিচিত্রা

ঈদের ছুটিতে মোটরসাইকেলে ভ্রমণে প্রস্তুতি নেবেন যেভাবে

পর্যটন বিচিত্রা প্রতিবেদন

অনেকেই এ সময় দূরদূরান্তে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তবে অনেক রাইডার লং ট্যুরের প্রতি আসক্ত হলেও এই লং ট্যুরের ক্ষেত্রে কী কী প্রস্তুতি থাকা দরকার সেটাই জানেন না। এই ট্যুরগুলো নিরাপদভাবে ও ঝামেলা মুক্তভাবে করতে পারেন তখনই এটা আপনার কাছে আরও উপভোগ্য হয়ে ওঠে। আর একটা পারফেক্ট প্ল্যান এবং প্রস্তুতির মাধ্যমেই আপনি এই ট্যুর আরও উপভোগ করতে পারেন। চলুন জেনে নেয়া যাক লং ট্যুরে যাওয়ার আগে কীভাবে প্রস্তুতি নেবেন—

বাস্তবসম্মত ট্যুর প্ল্যান
বাইকে করে লম্বা ট্যুর দেওয়ার জন্য কোথায় যাচ্ছেন, সেই অনুযায়ী দিনে কতটুকু পথ পাড়ি দিতে হবে, মাইলেজের হিসাব, কতবার, কোথায় থামতে হবে, কোথায় রাত কাটাবেন, কী খাবেন, তেল ভরবেন এ সবকিছুর একটা বিস্তারিত প্ল্যান রেডি করে ফেলতে হবে। তবে আবহাওয়া, ট্র্যাফিক সমস্যা কিংবা কোনো জরুরি অবস্থার কারণে অনেক সময়ই প্ল্যানে পরিবর্তন আসতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার মনোভাব নিয়েই ট্যুর প্ল্যান করতে হবে।

বাইক সার্ভিসিং
লং রাইডে যাওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মেকানিক দিয়ে বাইক সার্ভিসিং করিয়ে নিতে হবে। নিরাপত্তা নির্ভর করবে বাইক সার্ভিসিং করার ওপরে। দীর্ঘ একটি বাইক জার্নিতে হঠাৎ আপনার বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, তেল শেষ হয়ে যেতে পারে, স্পার্ক প্লাগ কাজ করা বন্ধ করে দিতে পারে কিংবা টায়ার পাংচার হতে পারে। এ রকম নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন রাস্তার মধ্যে। বাইকে আগে থেকে সমস্যা থাকলে লং রাইডে যাওয়ার সময় এ রকম বিপদে পড়তে হয়। বাইকের প্রতিটি অটো পার্টস সচল আছে কি না তা লং রাইডে যাবার আগে পরীক্ষা করা উচিত। এতে আপনার নিরাপত্তা নিশ্চিত হবে।

প্রয়োজনীয় সরঞ্জাম ও বাড়তি পার্টস সঙ্গে রাখুন
ট্যুরে যাওয়ার আগে একজন দক্ষ মেকানিক দিয়ে আপনার বাইক সার্ভিসিং করানোর সময় তার কাছ থেকে জেনে নিন কী কী সরঞ্জাম ট্যুরে সঙ্গে নেয়া দরকার হবে। সেই অনুযায়ী প্যাকিং করুন। প্রত্যেকটি বাইকের চাহিদা আলাদা। তবে সাধারণভাবে যেইসব জিনিস সবারই লাগে, সেগুলো হচ্ছে- বাড়তি টিউব, স্পার্ক প্লাগ, ব্রেক ও এক্সেলেটরের তার, ইঞ্জিন অয়েল ইত্যাদি।

বাইক নির্বাচন বা মডিফিকেশন
নিজস্ব বাইক না থাকলে, বা ট্যুর-উপযোগী না হলে; এমন একটি বাইক বাছাই করে নিন, যেটাতে আপনি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আবার সেটা লম্বা দূরত্ব পারি দেয়ার মতো শক্তিশালীও হতে হবে। নিজের বাইক থাকলে সুবিধা ও প্রয়োজন অনুযায়ী বাইক মডিফিকেশন করিয়ে নিন।

প্রয়োজনীয় কাগজ
লং ট্যুরে মোটরসাইকেল ও নিজের সব জরুরি নথি সঙ্গে রাখুন। টোল প্লাজাতে অযাতিচ সমস্যার হাত থেকে রক্ষা পেতে সব কাগজ সঙ্গে রেখে দিন।

খারাপ আবহাওয়ায় বা রাতে যাত্রা নয়
অনেকেই রাতে মোটরসাইকেলে যাত্রা পছন্দ করেন। এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ, রাতে মহাসড়কে দূরপাল্লার বাস ও ট্রাকগুলো দ্রুত গতিতে চলাচল করে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বৈরী আবহাওয়ার মাঝেও অনেকে বাইক ট্যুর দিয়ে থাকেন। এটি পরিহার করতে হবে। কারণ এবার ঈদের সময় তীব্র তাপদাহের পাশাপাশি ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে রাস্তায় যে কোনো সময় বাইকের চাকা স্লিপ কাটতে পারে। তাই সতর্কভাবে মোটরসাইকেল চালাতে হবে।

ভালো মানের হেলমেট
এবার ঈদের সময় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় বাইক স্লিপ কাটার আশঙ্কা বেড়ে যায়। তাই ভালো মানের হেলমেট পরিধান করতে হবে।

অতিরিক্ত গতি
অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে, অতিরিক্ত গতি জীবন পুরাটাই নষ্ট করে দিতে পারে। তাই বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি গতিসীমা মেনে চলুন।

ব্রেক চেক করুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং সিস্টেম। হঠাৎ করেই রাস্তায় মোটরসাইকেল ব্রেক করার প্রয়োজন হতে পারে। এজন্য রাস্তায় বের হবার আগে উভয় ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা দেখুন।

পর্যাপ্ত তেল নিন
ট্রিপ শুরু করার আগে বাইকের ট্যাংকি ভর্তি করে নিন। ফলে নিয়মিত পেট্রোল পাম্প খোঁজার ঝামেলা থেকে মুক্তি পাবেন। এ ছাড়াও যাত্রা শুরুর আগে ট্রিপ মিটার রিসেট করে নিন। এর মাধ্যমে আপনি ঠিক কত কিলোমিটার চললেন তা জানতে পারবেন।

বিরতি নিতে হবে
লং ট্যুরের ক্ষেত্রে অবশ্যই যাত্রাপথে নির্দিষ্ট দূরত্ব পর পর বিরতি নিতে হবে। কারণ বাইক এবং শরীর দুটোরই বিশ্রামের প্রয়োজন রয়েছে। এবার ঈদে তীব্র তাপদাহের হতে পারে। পাশাপাশি ঝড়-বৃষ্টি। তাই নির্দিষ্ট দূরত্ব পরপর ভালো জায়গা থেকে বিরতি নেয়ার চেষ্টা করুন।

Exit mobile version