পর্যটন বিচিত্রা ডেস্ক
কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষক হরগোবিন্দ সেন। অধ্যক্ষ রায় বাহাদুর কুমুদিনীকান্ত বন্দ্যোপাধ্যায় ১৮৯৭-১৯২৪ সময়কালে কলেজের প্রভূত উন্নতি সাধন করেন। কলেজটি ইন্টারমিডিয়েট কলেজ রূপে যাত্রা শুরু করলেও ১৮৭৭ সাল থেকে কলেজে ডিগ্রি কোর্স চালু হয়
১৯৯৬ সাল থেকে এইচএসসি কোর্স বন্ধ করে দেওয়া হয়। তবে পুনরায় ২০১০ সাল থেকে উচ্চ মাধ্যমিক কোর্স চালু করা হয়েছে। বর্তমানে কলেজটিতে ১৯টি বিষয়ে অনার্স কোর্স এবং ২১টি বিষয়ে মাস্টার্স কোর্স পড়ানো হয়। সুবিশাল পরিসরে স্থাপিত এই কলেজে বর্তমানে ২৫ হাজার শিক্ষার্থী এবং ২০০ জন শিক্ষক/শিক্ষিকা রয়েছেন।
কলেজের গ্রন্থাগারটি অনেক পুরনো বই, গেজেট, বিশ্বকোষ, পুথি, পাণ্ডুলিপি এবং পত্রপত্রিকা দ্বারা সমৃদ্ধ। এখানে প্রায় ৭০ হাজার বই রয়েছে। কলেজটিতে প্রশাসনিক ভবন ছাড়াও স্বাস্থ্যকেন্দ্র, জিমনেসিয়াম, খেলার মাঠ, বোটানিক্যাল গার্ডেন, পুকুর ও মসজিদ রয়েছে। এছাড়াও টিচার্স ক্লাব, বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ মিনার ও ৬টি হোস্টেল রয়েছে।