Site icon পর্যটন বিচিত্রা

সাফিনা পার্ক

পর্যটন বিচিত্রা ডেস্ক

পার্কের সমস্ত এলাকাজুড়ে শোভিত ফুলের বাগানে রয়েছে বিভিন্ন জীবজন্তুর ভাস্কর্য। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা, ট্রেনসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। এখানে সভা-সমাবেশ, কনসার্ট ও গান-বাজনার জন্য আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপন করা হয়েছে।

পার্কটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম। দর্শনার্থীদের খাবারের জন্য আধুনিক রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে কনফেকশনারি ও ফাস্টফুডের দোকান। এছাড়াও শিশুদের খেলনাসহ বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের ব্যবস্থা রয়েছে পার্কে। এজন্য এখানে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে।

পর্যটকদের রাত্রীযাপনের জন্য পার্কে আবাসনের ব্যবস্থা রয়েছে। ১৩টি অত্যাধুনিক কক্ষের মধ্যে তিনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। পার্কের ভেতরে ২টি পিকনিক স্পট রয়েছে। সবকিছু মিলেই সাফিনা পার্কের মনোরম পরিবেশ পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনের জন্য আকর্ষণীয় স্থান।

যেভাবে যাবেন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে যে কোনো জায়গা থেকে সড়কপথ, রেলপথ ও বিমানপথে যাতাযাত ব্যবস্থা রয়েছে। সড়কপথে দেশের যে কোনো জায়গা থেকে রাজশাহী বাস টার্মিনাল নেমে এখান থেকে অটোরিকশা, সিএনজি বা বাসে গোদাগাড়ী নেমে অথবা সরাসরি পার্কে যাওয়ার ব্যবস্থা আছে। ট্রেনে রাজশাহী স্টেশনে নেমে অটোরিকশা নিয়ে সরাসরি পার্কে যাওয়া যায়। রাজশাহী বিমানবন্দর চালু থাকায় বিমানযোগে দেশের অভ্যন্তরযাত্রীরা আসতে পারে।

Exit mobile version