পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ব্রিটিশ আমলে রেসকোর্স ময়দান হিসেবে ব্যবহৃত স্থানটি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় রূপান্তরিত হয়। এক তথ্য থেকে জানা যায়, রেসের পর এখানে টমটম বা ঘোড়াগাড়ির দৌড়ও অনুষ্ঠিত হতো। রেস ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহীর রেসকোর্স ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল।
উদ্যান প্রতিষ্ঠায় তৎকালীন মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানের প্রচেষ্টায় ১৯৭২ সালে ৩৩ একর জমিতে কেন্দ্রীয় উদ্যান স্থাপিত হয় এবং সাইট উন্নয়ন, লেক খনন এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়। এরপর ১৯৮৩ সাল থেকে চিড়িয়াখানার কার্যক্রম শুরু করা হয়।