পর্যটন বিচিত্রা ডেস্ক
কালো পাথরের ৪টি থামের উপর মসজিদটি দাঁড়িয়ে রয়েছে। যার ছাদে আছে ৪টি গম্বুজ, পশ্চিম দেয়ালে ২টি বড় এবং একটি ছোট মেহরাব। মসজিদের পূর্বদিকে ৫টি এবং উত্তর ও দক্ষিণে ২টি করে খিলান পথ রয়েছে। মসজিদ চত্বরে প্রবেশপথের উভয় পার্শ্বে একটি করে মিনার ছিল। মসজিদের ভেতর ও বাহির দেয়াল আরবি কারুকার্যখচিত ইট পাথর দ্বারা সুসজ্জিত।
ইট ও পোড়ামাটির টেরাকোটায় বিভিন্ন লতাপাতা, ফুল-ফল ইত্যাদি বিভিন্ন নকশা অলংকৃত এই অপূর্ব মসজিদটি মোগল-পূর্ব যুগের একটি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। বাঘা মসজিদ সংলগ্ন দিঘিতে শীত মৌসুমে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ।
ঈদের পরদিন থেকে এখানে সপ্তাহব্যাপী মেলা বসে। বাঘা মসজিদ বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সংরক্ষিত ইমারত।