পর্যটন বিচিত্রা প্রতিবেদন
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স অবস্থিত। কমপ্লেক্সের পাশ দিয়ে বয়ে গেছে রানী নদী। ১৩ শতাংশ জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সটি ২০১৩ সালে উদ্বোধন করা হয়। এখানে একটি লাইব্রেরি ও একটি জাদুঘর রয়েছে।
লাইব্রেরিতে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই ছাড়াও আমাদের স্বাধীনতা সংগ্রামের অনেক ছবি সংরক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বঙ্গবন্ধু কমপ্লেক্সটি গড়ে তোলা হয়েছে। প্রতিদিন অনেক দর্শনার্থী এই জাদুঘর পরিদর্শনে আসেন।