Site icon পর্যটন বিচিত্রা

ছোট গোবিন্দ মন্দির

পর্যটন বিচিত্রা প্রতিবেদন

বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত। এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা, দক্ষিণ দিকে ৩টি এবং পূর্ব দিকে একটি খিলান প্রবেশপথ আছে।

মন্দিরের চারকোনায় ও দরজার দুপাশ পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। এটির কার্নিশ ধনুকের ন্যায় বাঁকানো ও উপরে চূড়া আকৃতির ছাদ আছে। দেয়ালের ফলকগুলোতে যুদ্ধের কাহিনি, বিভিন্ন হিন্দু দেব দেবীর চিত্র অঙ্কিত। এ মন্দিরটি খ্রিষ্টীয় ১৭/১৮ শতকে নির্মিত বলে ধারণা করা হয়। ছোট গোবিন্দ মন্দির তার স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য দর্শকদের আকর্ষণ করে।

কিভাবে যাওয়া যায়

ঢাকা থেকে রাজশাহী গামী বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজে আসা যায়।

Exit mobile version