পর্যটন বিচিত্রা ডেস্ক
কীভাবে টিকিট কাটবেন, টিকিট কাটতে কী লাগবে সেটি নিয়ে থাকে সংশয়। অনেকেই আবার দ্বারস্থ হন বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির। এক্ষেত্রে অতিরিক্ত অর্থও খরচ হয়। চলুন জেনে নিই অভ্যন্তরীণ বিমানের টিকিট কাটতে কী লাগে।
অভ্যন্তরীণ রুটে আকাশপথে যাতায়াত করতে পাসপোর্টের প্রয়োজন নেই। শুধুমাত্র আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেই পাসপোর্ট আবশ্যক। শুধুমাত্র টিকিট কেটেই অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করা যাবে। আর অভ্যন্তরীণ বিমানের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের মধ্যে যেকোনো একটির ফটোকপি থাকলেই হয়।
এছাড়া জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপি দিয়েও অভ্যন্তরীণ বিমানের টিকিট কিনতে পারবেন।