পর্যটন বিচিত্রা ডেস্ক
হাফেজ সিয়াম উদ্দিন ও সায়োম উদ্দিনের বাড়ি মাদারিপুরের কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর। তারা ওই এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। গত ২৬ জানুয়ারি তারা ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন জানান, দেশের ৬৪ জেলা হেঁটে ঘুরবেন দুই ভাই। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ হয়ে নাটোর এসেছেন।নাটোর শেষে রাজশাহীর পথে যাবেন।
হাফেজ সায়োম উদ্দিন বলেন, হেঁটে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। সারাদিন হাঁটি আর মাঝেমধ্যে বিশ্রাম করি। ভারি কোনো খাবার খাই না। রাতে কোনো মসজিদে অবস্থান করি। ভ্রমণ সুস্থ থেকে শেষ করতে সকলের দোয়া চাই।