পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বাংলা ভাষার চলচ্চিত্রসহ দেশের চাকমা, মারমা, ম্রো বম, গারো, সাঁওতাল ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। দুই দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এতে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক ডা. মং উষা থোয়াই। আরো অংশ নেবেন চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিক্ষক ও দর্শনার্থী।
চলচ্চিত্র উৎসবে কোনো প্রবেশ ফি থাকছে না। ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে উৎসব শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি রাত ৯টায় শেষ হবে।