পর্যটন বিচিত্রা ডেস্ক
সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এবারের ছুটিতে রেলপথে ভ্রমণের সংখ্যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১ কোটি ৩০ লাখে পৌঁছেছে। এদিকে। ৯০ কোটি ২০ লাখের বেশি মানুষ আকাশপথে ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি।
গত বছর চান্দ্র নববর্ষ উৎসবকে কেন্দ্র করে প্রায় ৮৪০ কোটি অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছিল দেশটিতে। চীনে এই ছুটি বসন্ত উৎসব হিসেবে বিবেচিত হয়। চীনের বৃহত্তম এই ছুটিকে ঘিরে ভ্রমণের উৎসবকে জাতীয় অর্থনীতি ও পরিবহন ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের সুযোগ পায় কর্তৃপক্ষ। এ বছর সরকারের আশানুরূপ ভ্রমণ সম্পন্ন হয়েছে দেশটিতে।
চীনের ঐতিহ্যবাহী বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছরে প্রথম চাঁদ ওঠার দিন থেকে শুরু হয় চান্দ্র নববর্ষ। চীনের মূল ভূখণ্ডে বসন্ত উৎসব হিসেবে পরিচিত এ অনুষ্ঠান। এই ঐতিহ্যবাহী উৎসব মানুষকে তাদের পরিবারের সঙ্গে একত্র হতে, উদযাপন করতে এবং একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ দেয়। চীনা নববর্ষের ইতিহাস সাড়ে ৩ হাজার বছরেরও বেশি পুরোনো।