সিরাজগঞ্জ সরকারি কলেজ যমুনা নদী থেকে ৫০০ মিটার পশ্চিমে এবং সিরাজগঞ্জ শহরের উত্তর পার্শ্বে অবস্থিত। আধুনিক সুযোগ সুবিধাসহ শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও লাইব্রেরি সমৃদ্ধ কলেজটি সিরাজগঞ্জের মানুষের উচ্চ শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।
কলেজটিতে মোট পাঁচটি একাডেমিক ভবন, একটি অডিটরিয়াম, তিনটি ছাত্রাবাস ও একটি মসজিদ আছে। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রিসহ ১৭টি বিষয়ে স্নাতক সম্মান ও ১৪টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১৮ হাজারের বেশি শিক্ষার্থী এবং প্রায় একশ জন শিক্ষক কর্মরত রয়েছেন।