পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বিনোদনের জন্য শিশু উদ্যানে রয়েছে মিনি চিড়িয়াখানা, থ্রিডি মুভি, চড়কি, নাগড়দোলা, টয় ট্রেন, দোলনাসহ বিভিন্ন আকর্ষনীয় রাইড, একটি সুইমিং পুল এবং ফুডকোর্ট। শিশুদের মানবিক ও সংস্কৃতিক বিকাশের লক্ষ্যে শিশু উদ্যানে কৃত্তিমভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার মাধ্যমে গ্রাম বাংলার চিরায়ত বিভিন্ন দৃশ্যের বাস্তব রূপ দেওয়া হয়েছে।
জয়পুরহাট শিশু উদ্যানটিতে রয়েছে বিশাল আকৃতির দুইটি লেক, যেখানে আগত দর্শনার্থীরা প্যাডেল বোটে চড়তে পারেন। আরো আছে আমবাগান, কবি সাহিত্যিক, বন্যপ্রানী এবং বিভিন্ন রকম ভাস্কর্য যা শিশুদের সাথে সাথে বড়দেরও কৌতূহল মিটিয়ে চলেছে। সবুজে ঘেরা শিশু উদ্যানে পিকনিক করার সুব্যবস্থার পাশাপাশি রয়েছে শুটিং স্পট।
কিভাবে যাবেন
জয়পুরহাট শহরের বিন্দু পাচুর মোড় থেকে ১০ থেকে ১৫ টাকা রিকশা বা অটোরিকশা ভাড়ায় শিশু উদ্যানে যাওয়া যায়।
প্রবেশ মূল্য
জয়পুরহাট শিশু উদ্যানে প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ১০০ টাকা ও ছোটদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য রাইডের জন্য আলাদাভাবে টিকেট কেটে নিতে হবে।