প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকার রজনীকান্ত সেন ১৮৬৫ সালে সেন ভাঙ্গাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। রজনীকান্ত সেনকে বাংলাদেশের সংগীত অঙ্গনে পঞ্চরত্নের একজন বলা হয়। তিনি ১৮৮৯ সালে বিএ এবং ১৮৯১ সালে বিএল ডিগ্রি অর্জন করেন।
তার কবিতা ও গানের বিষয়বস্তু মুখ্যত দেশপ্রেম ও ভক্তিমূলক। জীবিত থাকাকালে তার বাণী (১৯০২) ও কল্যাণী (১৯০৫) নামে দুটি গানের সংকলন এবং অমৃত (১৯১০) নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার বিখ্যাত একটি কবিতার প্রথম দুটি পঙ্ক্তি হচ্ছে- ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই।’
এই খ্যাতিমান গীতিকার ও কবি ১৯০৯ সালে কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭ মাস পর ১৯১০ সালে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, কবি রজনীকান্ত সেন উপমহাদেশের বাংলা ছায়াছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের নানা ছিলেন এবং কবির এই বাড়িতেই সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন।