২০০১ সালে বেসরকারি ওয়েস্টমন্ড কোম্পানি শাহজাদপুরের বাঘাবাড়িতে ‘বিজয়ের আলো-১ ও ২’ নামে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। এই প্লান্টের মাধ্যমে মোট ১৭১ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে- যা জাতীয় পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত।
শাহজাদপুরের তাঁতশিল্প এবং মিল্ক ভিটা কারখানাসহ উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে সেচের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই ভাসমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখছে। বড়াল নদীর তীরে বাঘাবাড়ি নৌবন্দরের পূর্ব প্রান্তে ভাসমান এই বিদ্যুৎ প্লান্ট দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয়।
রাতের আঁধারে পানিতে ভাসমান লম্বা দুটি আলোকিত টাওয়ার অনেক দূর থেকে দেখা যায়। তাই প্রতিদিন এই বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য অনেক মানুষ ভিড় করে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায়। বিদ্যুৎ প্লান্টটি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য এখানে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত রয়েছে।