বাঘাবাড়ী বন্দর হলো বাংলাদেশের একটি প্রধান নদীবন্দর। এটি বাংলাদেশ এর রাজশাহী বিভাগ এর অন্তর্গত। এটি যমুনা নদী পশ্চিম তীরে অবস্থিত।
এই বন্দরের মাধ্যমে দেশের উত্তর অংশের কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার এই নৌবন্দর দ্বারা আনা হয়। এই বন্দর দ্বারা চট্টগ্রাম বন্দর থেকে কয়লা, ডিজেল, রাসায়নিক সার নদীপথে আনা হয় ছোট জাহাজে করে।