পর্যটন বিচিত্রা ডেস্ক
সিদ্ধান্ত হয়ে গেল খুব শিগগিরই একটা ব্রীজ তৈরীর কাজ শুরু হবে বড়াল নদীর উপর।তখনকার সময়ে বাংলা আর আসামের যে গভর্নর তার নাম চার্লস ইলিয়ট। তিনিই এক শুভক্ষণে ১৮৮২ সালের ৬ আগষ্ট ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোধন করলেন সেই ব্রিজের, বড়াল নদীর উপর। তার নামেই এই ব্রিজের নামকরণ করা হল ‘ইলিয়ট ব্রিজ’।
১৮৮২ সালে নির্মিত এই ইলিয়ট ব্রিজ আজও তার প্রথম দিনের সমৃদ্ধি নিয়ে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জ শহরে। ১৮০ ফুট লম্বা আর ১৬ ফুট চওড়া এই ইলিয়ট ব্রিজের প্রধানতম বৈশিষ্ট হলো এতে কোনো পিলার নেই! স্টুয়ার্ট হার্টল্যান্ড নামের ব্রিটিশ বংশোদ্ভুত ইঞ্জিনিয়ারের তৈরি এই পিলারবিহীন একমাত্র আর্চ দিয়ে তৈরি ব্রিজটিতে সেসময় পয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল।
আজও এই ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের একটি আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন স্থাপত্য। হাজারো মানুষ আজও ছুটে যায় আসে এই ব্রিজটির সৌন্দর্য দেখার জন্য।