গম্ভীরা রাজশাহী এলাকার সবচেয়ে জনপ্রিয় লোকসংগীত। গম্ভীরা গানে সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধান বলে দেওয়া হয়। ‘নানা-নাতির’ ভূমিকা নিয়ে দুজন ব্যক্তি সংলাপ ও গানের মধ্য দিয়ে গম্ভীরা গান পরিবেশন করে।
আঞ্চলিক ভাষায় রচিত সংলাপ ও সমসাময়িক কোনো বিষয় গম্ভীরা গানের মূল উপজীব্য। নানা-নাতির নাচ, গান, কৌতুক, অভিনয়, ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে পরিবেশনের কারণে গম্ভীরা গান খুবই উপভোগ্য হয়ে ওঠে।