চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পশ্চিম সীমানা-বালিয়াদিঘির প্রায় সন্নিকটে বাংলাদেশ চেকপোস্টের উত্তর সীমানায় অবস্থিত কোতোয়ালী দরওয়াজা উপমহাদেশের প্রথম দিকের মুসলিম স্থাপত্যকীর্তির এক উল্লেখযোগ্য নিদর্শন। অতীতে গৌড়ের রাজধানী নগরে প্রবেশ করতে হলে দক্ষিণ নগর উপকণ্ঠের অধিবাসীদের এই তোরণ অতিক্রম করতে হতো।
নগর দ্বার রক্ষার জন্য এখানে কোতোয়াল নিয়োজিত ছিল। কোতোয়াল একটি ফারসি শব্দ। যার অর্থ নগর পুলিশ। সেই থেকে তোরণটি ‘কোতোয়ালী দরওয়াজা’ নামে প্রসিদ্ধ। স্থাপনাটি বর্তমানে ধ্বংসপ্রায় এবং এর উপরের খিলান বহুদিন আগেই পড়ে গেছে। এই তোরণটির মধ্যবর্তী খিলানের উচ্চতা ৯.৫ মিটার (৩১ ফুট) ও বিস্তার ৫ মিটার (১৬ ফুট)। প্রবেশপথের দৈর্ঘ্য ১৭ ফুট ৪ ইঞ্চি।
জেনারেল কানিংহাম এটিকে প্রাচীন মুসলিম স্থাপত্যকীর্তির অন্যতম নিদর্শনরূপে উল্লেখ করেছেন। অনুমান করা হয়, দরওয়াজাটি সুলতান আলাউদ্দিন খলজীর সমসাময়িক স্থাপত্য নিদর্শন এবং ১২২৯ খ্রিষ্টাব্দের কিছু পরে এটি নির্মিত হয়।