পর্যটন বিচিত্রা প্রতিবেদন
অনেকের মতে, দিঘিটির তলদেশ বালি দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণে এ দিঘিটির নাম বালিয়াদিঘি হয়েছে। প্রায় ৪০ একর আয়তনবিশিষ্ট এই দিঘি থেকে এককালে রাজবাড়ি ও দুর্গে পানি সরবরাহ করা হতো।
এই বালিয়াদিঘির পাশে শহিদ মুক্তিযোদ্ধা গণকবরটি অবস্থিত। দিঘির পাড়ে আবিষ্কৃত এই গণকবরে শহিদ আ. মান্নান, মতিউর রহমান, আ. সালাম, আ. সাত্তার, ইয়াসিন আলী, শহিদ আ করিম, মো. মোজাম্মেল হক, আইনাল হক, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল লতীফ, মো. নেয়ারুল হক, নূরুজ্জামান সহ নাম না জানা অনেক শহিদ মুক্তিযোদ্ধাদের কবর রয়েছে। এটি চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদ নির্মাণ করে।