পর্যটন বিচিত্রা ডেস্ক
প্রায় ১২৩ বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, ওয়েবপুল, নাগরদোলা, ম্যারিগো রাউন্ড, পাইরেট শিপ, হানি সুইং, স্পিডবোট, প্যাডেল বোটসহ ১৬টির বেশি রাইড।
এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশের এই পার্কের প্রায় ৩০ একর জায়গাজুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। রয়েছে নানান জাতের ফুল গাছ দিয়ে সাজানো প্রাকৃতিক পরিবেশ। গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শ্যুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট অ্যান্ড প্লে গ্রাউন্ড। আছে সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটর, কার পার্কিং, ক্যাফেটেরিয়া, শপ, সভা-সেমিনারের স্থান এবং থাকার জন্য আবাসিক ব্যবস্থা। গ্রিন ভ্যালি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ৬০ টাকা। পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকে। সাপ্তাহিক কোনো বন্ধের দিন নেই।