পর্যটন বিচিত্রা প্রতিবেদন
পদ্মা নদীতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই নৌকা ভ্রমণে বের হন আবার কেউ নদীর পাড়ে বসে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেন। এছাড়াও বিজিবির সীমান্ত অবকাশ নোঙ্গর এলাকায় অনেকেই পরিবার-পরিজনদের নিয়ে বেড়াতে আসেন।
পদ্মাতীর ঘেঁষে নির্মিত রাস্তা প্রতিদিন সকাল-সন্ধ্যায় অগণিত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এছাড়াও পদ্মা নদীতীরের টি (T) আকৃতির গ্রোয়েন মহানগরীর আরেকটি বিনোদন কেন্দ্র।
প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষ বিশাল নীলাকাশের নিচে সূর্যের সোনালি কিরণ মাখা পদ্মার ওপারের বেলে ভূমি, সবুজ প্রকৃতি দেখা ও নদীর হিমেল বাতাস গায়ে মেখে সারাদিনের অবসাদ দূর করার জন্য ভিড় জমান। অনেকে ভাড়া নৌকায় পদ্মার ওপারে ঘুরে আসেন। দর্শনার্থীদের ভিড়ের কারণে পদ্মা পাড়ের চটপটি থেকে শুরু করে ফুটপাতের খাবার দোকানগুলোর ব্যবসা সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট হয়ে থাকে।