পর্যটন বিচিত্রা প্রতিবেদন
শ্রীমঙ্গলে রয়েছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সিলেট বিভাগীয় অফিস। এ আফিসের নিয়ন্ত্রণে রয়েছে সরকারি ৪টি রাবার বাগান। এছাড়াও প্রায় প্রত্যেক বেসরকারি বাগানেও এখন রাবার চাষ করা হচ্ছে। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি রাবার বাগান ঘুরে দেখতে পারেন এবং জানতে পারেন কিভাবে রাবার তৈরী হয়, জানতে পারেন রাবার শমিকের জীবন।
আপনি যখন হাজার হাজার রাবার গাছের মধ্য দিয়ে হাঁটবেন তখন আপনি দেখবেন গাছের ডালপালা পুরো আকাশটাকে ঢেকে রেখেছে। বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের বাগানের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাটে রয়েছে শাহজী বাজার রাবার বাগান, বাহুবল রয়েছে রুপাইছড়া রাবার বাগান, এবং মৌলভীবাজার শ্রীমঙ্গলের সাতগাঁও রাবার বাগান এবং কুলাউড়ায় রয়েছে ভাটরার রাবার বাগান। এছাড়া বড়লেখার একটি অর্থকরী ফসল রাবার। রাবার চাষ ও রাবারের প্রক্রিয়াকরণ পদ্ধতি দেখার জন্য অনেক পর্যটক ভ্রমণ করেন এখানে।