পর্যটন বিচিত্রা ডেস্ক
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। বিমানের আন্তর্জাতিক কয়েকটি রুটে ১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিমানের যে রুটগুলোতে বিশেষ ছাড় দিচ্ছে সেগুলো হলো— ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা ও ঢাকা-ইয়াংগুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, কল সেন্টার এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। ১৪ ফেব্রুয়ারির পর্যন্ত এই সুযোগ থাকছে।
এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টার ফোন নম্বর- ৮৯০১৬০০ এক্সটেনশন – ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩-১৬ এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।